সাইফউদ্দিন তোপে পুড়ল প্রাইম ব্যাংক

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মিরপুর শের-ই-বাংলায় ৩২ রানে ৫ উইকেট পেয়েছেন সাইফউদ্দিন। তার আগুনে বোলিংয়ে প্রাইম ব্যাংক আগে ব্যাটিংয়ে নেমে ২২৬ রানে গুটিয়ে যায়। জবাবে ৩২ বল আগে ৬ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত হয় শিরোপাধারী আবাহনীর।

ইনিংসের প্রথম বলে সাইফউদ্দিন পেয়ে যান উইকেট। তিন সেঞ্চুরির পর থেকেই রান খরায় এনামুল। আজও রান পাননি। গোল্ডেন ডাক মারেন সাইফউদ্দিনের বলে। এক ওভার পর আরেক ওপেনার রুবেল মিয়ার উইকেট নেন এ পেসার। শুরুর আঘাতের পর প্রাইম ব্যাংকের লেজটা গুড়িয়ে দেন সাইফউদ্দিন। শেষ তিন ব্যাটসম্যান মনির হোসেন, আব্দুর রাজ্জাক ও আল-আমিন হোসেনের উইকেট নেন জাতীয় দলের এ পেসার।

এছাড়া বল হাতে সৌম্য ও মাশরাফি পেয়েছেন ২টি করে উইকেট। প্রাইম ব্যাংকের হয়ে এদিন একা লড়াই করেন অলোক কাপালি। ১১২ বলে ৮০ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। ৬ চার ও ৪ ছক্কায় সাজান অনবদ্য ইনিংসটি। ৫১ রান আসে স্পিন অলরাউন্ডার নাঈম হাসানের ব্যাট থেকে।

সৌম্য বল হাতে ধারাবাহিক সাফল্য পেলেও ব্যাটিংয়ে আবারো ব্যর্থ।  রানের খাতা খোলার আগে স্ট্যাম্পড হন এনামুলের বলে। তিনে নামা সাব্বির ভালো শুরুর পর আউট হন ২৬ রানে।  ২৪ রান আসে জহুরুল ইসলাম অমির ব্যাট থেকে।  ৫৫ রানে ৩ উইকেট হারানোর পর আবাহনী প্রতিরোধ পায় ওয়াসিম জাফর ও শান্তর ব্যাট থেকে।  দুজন ১২২ রানের জুটি গড়ে দলকে নিয়ে যান জয়ের দ্বারপ্রান্তে। হাফ সেঞ্চুরির পর ওয়াসিম ৬৪ রানে সাজঘরে ফিরলেও শান্ত টিকে ছিলেন শেষ পর্যন্ত।  ৭৭ রানে অপরাজিত থাকেন এ ব্যাটসম্যান।  পাঁচে নামা মোহাম্মদ মিথুন ২৪ বলে করেন ৩৩ রান।

দারুণ বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন সাইফউদ্দিন।

১৪ ম্যাচে এটি আবাহনীর ১১তম জয়। সমান ম্যাচে ১২ জয় নিয়ে শীর্ষে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

এর আগে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম রাউন্ডে মাত্র ৯ রানে ৫ উইকেট পেয়েছিলেন আবাহনীর পেসার মোহাম্মদ সাইফউদ্দিন।

Print Friendly

Related Posts