বিশ্বকাপে গেইল-রাসেল, বাদ পোলার্ড-স্যামুয়েলস-নারাইন

২০১৮ সালের জুলাইয়ে একটি ওয়ানডে খেলেছিলেন রাসেল। ডাক পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজের শেষ দুই ওয়ানডেতে। তবে চোটের জন্য খেলতে পারেননি ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।

এই মুহূর্তে খেলছেন আইপিএলে। কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলে চলেছেন একের পর এক টর্নেডো ইনিংস। রান করেছেন ৬৫.৩৩ গড় ও ২১৭.৭৭ স্ট্রাইক রেটে।

ব্রায়ান লারার দেশের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন টেস্টের মূল স্ট্রাইক বোলার শ্যানন গ্যাব্রিয়েল। চোট কাটিয়ে ফিরেছেন ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে না খেলা বিস্ফোরক ওপেনার এভিন লুইস।

নিষেধাজ্ঞার জন্য দেশের শেষ সিরিজে খেলতে পারেননি গতিময় পেসার গ্যাব্রিয়েল। পেস বোলিং আক্রমণে তার সঙ্গে আছেন কেমার রোচ ও ওশান টমাস।

Print Friendly

Related Posts