বরিশাল বোর্ডে পাস ও জিপিএ’র হারে মেয়েরা এগিয়ে

খান মাইনউদ্দিন, বরিশাল ব্যুরো:  বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসিতে পাসের হার ৭৭ দশমিক ৪১ ভাগ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ১৮৯ জন শিক্ষার্থী।

গত বছরের চেয়ে এবছর বরিশাল শিক্ষা বোর্ডে দশমিক ৩০ ভাগ পাসের হার বেড়েছে। গত বছর পাসের হার ছিলো ৭৭ দশমিক ১১ ভাগ। পাশাপাশি গত বছরের চেয়ে এ বছর জিপিএ-৫ বেড়েছে ৭শ’ ২৭টি।

আজ সোমবার বেলা ১২ টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম।

তিনি জানান, প্রতিবারের মতো এবারও এ শিক্ষা বোর্ডে ফলাফলে পাস ও জিপিএ’র হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। এ বছর পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ হাজার ৬ হাজার ৬৬১ জন। এরমধ্যে ছাত্র ৫২ হাজার ৫৯৯ জন এবং ছাত্রী ৫৪ হাজার ২২ জন। পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন। এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ১৩৮ জন এবং ছাত্রী ৪৩ হাজার ৫৩৫ জন।

বরিশাল বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা।

Print Friendly

Related Posts