বিশ্বকাপ উম্মাদনায় কবি ফরীদের ‘টিম টাইগার’ ভিডিও

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বকাপ উম্মাদনায় যুক্ত হলো কবি ফরীদের ‘টিম টাইগার’ গান।  মেঘলা আকাশ মাল্টি মিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি গত ১৪ মে প্রকাশিত হয়েছে।

গানটিতে কবি ফরীদ আহমাদ নিজেই কথা, সুর ও সঙ্গীত সাজিয়েছেন। গানটি খুলনার আরোহি স্টুডিওতে রেকর্ডিং করা হয়েছে। “টিম টাইগার লড়বে আমার পরাজয় ছিঁড়ে খাবেই/ বিশ্বমাঠে গর্জে উঠে দেখিয়ে তাই দেবেই/ সব নিরাশার গগন ছেদি/ লক্ষ বাঁধার বক্ষ ভেদি/ সাত সমুদ্র তেরো নদী/ দেবেই ওরা পাড়ি..”

‘শেখ রাসেল শিল্পীগোষ্ঠীর প্রযোজনা ও চলচ্চিত্র পরিচালক নুরুল ইসলাম বিপ্লব গানটির ভিডিও পরিচালনা করেছেন।

বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে গানটি দেখেছেন টাইগার অধিনায়ক মাশারফি বিন মুর্তজা। গানটির প্রশংসাও করেছেন তিনিও।

গানটি সম্পর্কে শিল্পী ফরীদ আহমাদ বলেন, ২০১৪ সালে বিশ্বকাপের একটি গান শোনার পরে, আমার কাছে মনে হয়েছে এর থেকেও ভালো গান তো হতে পারে। পরে এক ভাইয়ের পরামর্শে আমি নিজেই কবিতা আকারে কিছু একটা লিখে ফেলি। পরবর্তীতে এটাকে আমি সুরারোপ করে সিদ্ধান্ত নেই নিজেই গানটি গাওয়ার। এ গানটি গাওয়ার পর আমার কাছে মনে হয়েছে, এটি যে কেউ শুনলে সে বিশ্বাস করবে বিশ্বকাপ ক্রিকেট জয়ের ক্ষমতা আমাদের আছে।

ইউটিউব লিংক :

Print Friendly

Related Posts