মালিবাগে পুলিশের গাড়িতে হামলা, নারী পুলিশসহ আহত ৩

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানী মালিবাগ মোড়ে ককটেল বিস্ফোরণে রাশেদা আক্তার (২৮) ও লাল মিয়া (৫০) নামে দুইজন আহত হয়েছেন।  রাশেদা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) ও লাল মিয়া রিকশাচালক।

গতকাল রোববার রাত পৌনে ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঘটনার সময় রাশেদা সেখানে দায়িত্বপালন করছিলেন। ককটেল বিস্ফোরণে রাশেদা পায়ে ও লাল মিয়ার মাথায় আঘাত লেগেছে।

ঘটনাস্থলে থাকা ট্রাফিক সার্জেন্ট এনামুল হক জানান, দুর্বৃত্তরা পুলিশ ভ্যান লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এতে রাশেদা ও লাল মিয়া আহত হন। ঘটনাস্থলে থাকা একটি গাড়িতেও আগুন লাগে।

হামলাকারী কতজন ছিলেন দেখতে পারেননি এনামুল হক। তবে তার ধারণা একাধিক ব্যক্তি থাকতে পারে।

এ বিষয়ে গাড়িচালক কনস্টেবল শফিক বলেন, ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা কী যেন ছুঁড়ে মারে। এতে মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। এ সময় আশপাশের দালানের গ্লাসও ভেঙ্গে গেছে বলে জানান ওই কনস্টেবল।

এর আগে গত ২৯ এপ্রিল গুলিস্তান সিনেমা হলের সামনে অজ্ঞাত দুর্বৃত্তদের ছোড়া ককটেলে দুই পুলিশ সদস্য ও এক কমিউনিটি পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় দায় স্বীকার করে আইএস।

Print Friendly

Related Posts