চরকালিয়া উবিতে অভিভাবক-ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের ঐতিহ্যবাহী চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার মানন্নোয়নের লক্ষে এসএসসি পরীার্থীদের অভিভাবকদের সাথে ম্যানেজিং কমিটি ও শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব গাজী মুক্তার হোসেন।

এসময় ম্যানেজিং কমিটির সভাপতি গাজী মুক্তার হোসেন বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে ভালোভাবে পড়ালেখা করতে হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অনেক দক্ষ ও মেধাবী। এখন যে সময়টা আছে তা কাজে লাগাতে হবে। বোর্ড পরীক্ষায় যাতে সকল শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে পারো সেভাবে প্রস্তুতি নিতে হবে। নিয়মিত বিদ্যালয়ে অতিরিক্ত কাস করানো হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে বিদ্যালয়ে উপস্থিত নিশ্চিত করতে অভিভাবকদের ভূমিকা নিতে হবে ।

তিনি ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যদি ভালোভাবে পড়াশুনা কর তাহলে ভালো রেজাল্ট করতে পারবে। আমরা শিক্ষকদের পক্ষ থেকে মনিটরিং এর ব্যবস্থা করব এবং শিক্ষকরা নিয়মিত বাড়িতে গিয়ে দেখবে তোমরা পড়াশুনা কর কি করনা। শিক্ষার্থীরা মোবাইল, টিভি কম ব্যবহার করতে হবে। বিশেষ করে অভিভাবকরা শিক্ষার্থীদের প্রতি খেয়াল রাখতে হবে। যাতে তারা নিয়মিত পড়াশুনা করে। পরীক্ষায় শতভাগ প্রশ্নের উত্তর লিখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক দলিল উদ্দিন (বিএসসি) ও পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক মো. নাছির উদ্দিন শাহ।

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, নাওভাংগা জয়পুর উবির প্রাক্তন প্রধান শিক্ষক মো. আঃ হান্নান, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি কামাল হোসেন গাজী, সাবেক দাতা সদস্য রমিজ উদ্দিন, শিানুরাগী আ. রব প্রধান প্রমুখ।

মতবিনিময় সভায় ২০২০ সালে অনুষ্ঠতব্য এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly

Related Posts