বনশ্রীতে বাসা থেকে সাংবাদিকের লাশ উদ্ধার

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে মনসুর আলী (৩৩) নামে এক সাংবাদিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সাব-এডিটর ছিলেন।

শনিবার রাত ৯টার দিকে বাসার দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, দক্ষিণ বনশ্রীর ওই বাসায় মনুসর ছাড়াও আরো দু’জন ব্যাচেলর ভাড়া থাকতেন। অন্য দু’জন শনিবার রাতে বাসায় ফিরে দেখেন- মনুসর যে কক্ষে থাকেন তা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনও সাড়াশব্দ না পেয়ে তারা ‘৯৯৯’ কল করেন। পরে খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে।

ওসি মশিউর বলেন, মনসুরের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক করে মারা গেছেন তিনি। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

মনসুর আলী ২০১৭ সালে বাংলা ট্রিবিউনে সাব এডিটর (সহ-সম্পাদক) পদে যোগ দেন। এর আগে তিনি দৈনিক ইত্তেফাকে কর্মরত ছিলেন।

তার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জের কোটালপাড়ায়।

Print Friendly

Related Posts