জাবিতে জাকসু নির্বাচনের দাবিতে কনসার্ট

মুহাম্মদ মূসা, জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দাবিতে ‘কনসার্ট ফর জাকসু’ আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক জোট। আগামী রোববার (১৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ গ্রহণ করবেন। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে এক সংবাদ সম্মেলনে জাবি সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হাসান এ কথা জানান।
এ সময় তিনি বলেন, সর্বশেষ ১৯৯২ সালে জাকসু নির্বাচন হয়েছিল। এর পর বিভিন্ন সময় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আশ্বাস দিলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয় নি। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে কনসার্টের এই আয়োজন। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমস্বরে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে কথা বলবে, গানে গানে দাবী তুলবে।
এ ছাড়া সংগীত শিল্পী সিনা হাসান, ঢাবির গান কবি, জাবির অবান্তর, বুয়েটের ব্লু-পরিস্কোপ ব্যান্ডদল গান পরিবেশন করবেন।
Print Friendly, PDF & Email

Related Posts