কাজে ফিরে গেছে পোশাক শ্রমিকরা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (১৫ জানুয়ারি) রাজধানীসহ অন্য কোথাও কাজ বন্ধ রেখে আন্দোলনের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ এর সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

তিনি বলেন, প্রায় সব গুলো কারখানাতেই শান্তিপূর্ণভাবে কাজ করছে শ্রমিকরা। উৎপাদন কাজ অব্যাহত থাকায় দুই একদিনের মধ্যে গার্মেন্টস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। তবে আন্দোলনের কারণে বন্ধ ঘোষণা করা করখানাগুলো কবে নাগাদ খুলে দেওয়া হবে এ ব্যাপারে কিছু জানাতে পারেন নি তিনি।

রাজধানীর মিরপুর, উত্তরা, আজমপুর, আব্দুল্লাহপুরের কোথাও আজ শ্রমিকরা আন্দোলন করছে না বলে নিশ্চিত করেছেন শ্রমিক নেতা মো. সিরাজুল ইসলাম রনিও।

তিনি বলেন, শুধু রাজধানী নয় সাভার, আশুলিয়া, গাজীপুরেরও সবগুলো কারখানার শ্রমিকরা আজ সকাল থেকেই কাজ শুরু করেছে।

Print Friendly, PDF & Email

Related Posts