১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে রিফাত ফরাজী

ইফতেখার শাহীন, বরগুনা: রিফাত শরীফ হত্যা মামলায় ২ নম্বর আসামী রিফাত ফরাজী আজ বিকেলে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, শনিবার বেলা ৪ টার দিকে রিফাত ফরাজীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জবানবন্দি নেয়া শেষ হয়েছে। রিফাত ফরাজীকে গ্রেফতারের পরে তিন দফায় ২১ দিনের রিমান্ডে নিয়েছিলো পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির জানিয়েছেন, রিফাত শরীফ হত্যা মামলায় শনিবার পর্যন্ত মামলার এজাহারভূক্ত ৭ জনসহ ১৫ জনকে জীবিত গ্রেফতার করা হয়েছে।
মামলার প্রধান আসামী নয়ন বন্ড গত ২ জুলাই পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মারা গেছে। এ মামলার ১৪ জন আসামী রিফাত হত্যার দায় স্বীকার করে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। শুধুমাত্র মামলার ৩ নম্বর আসামী রিশান ফরাজী রিমান্ডে রয়েছে।
Print Friendly, PDF & Email

Related Posts