কাজী রফিক এর কবিতা

মা

(কলকাতা থেকে ফিরে এসে মায়ের হাতে সন্মাননা)

 

অবিনশ্বর ছায়ার মত মিশে আছো
এ নশ্বর শরীরে, ধ্বনি প্রতিধ্বনিতে
ঘড়ির কাঁটার মতো
একটানা চলমান শব্দে।

 

এই আমি, কখনো পাহাড় হয়ে
ছুঁতে চাই আকাশ,
কিংবা আরও বেশি।
এইযে দেখছো ভোগবিলাস,
শিখর থেকে শিখরে দুন্দুভি নৃত্য,
আসুমদ্রহিমাচল জয়ের উল্লাস,
সবকিছু তোমার বিন্দু বিন্দু রক্ত থেকে
নির্মিত আমার অস্তিত্বের অহংকার।

 

ঋণেঋজ্জু এই প্রাণ
তোমার বিপন্ন জীবনেরই দান,
অপরিশোধ্য এই ঋণের কথা
ভুলে যাই কি করে।

 

তুমি মা, স্রষ্টার প্রতিভু, তাই
তোমার জন্যই এসেছে এই বাণী,
”আলজান্নাতু তাহতা আকদামেল উম্মেহাত”

Print Friendly, PDF & Email

Related Posts