যুবদলের আংশিক কমিটি ঘোষণা, ঠাঁই হলো যাদের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মেয়াদ শেষের প্রায় এক মাস পর যুবদলের ১১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সংগঠন‌টির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষ‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানা‌নো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএন‌পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা‌রেক রহমা‌নের নি‌র্দে‌শে মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ক‌মি‌টির অনু‌মোদন দিয়েছেন।

এর আগে ২০১৭ সালের ১৭ জানুয়ারি সাইফুল আলম নিরবকে সভাপতি ও সুলতান সালাহউদ্দিন টুকুকে সাধারণ সম্পাদক করে যুবদলের পাঁচ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল। ওই কমিটিতে মোর্ত্তাজুল করিম বাদরু সিনিয়র সহসভাপতি, নুরুল ইসলাম নয়ন যুগ্ম সাধারণ সম্পাদক এবং মামুন হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়।

এ ক‌মি‌টি‌কে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু গত তিন বছ‌রেও তারা তা কর‌তে পা‌রেনি।

যুবদলের ঘোষিত আংশিক কমিটিতে আগের পাঁচজন ছাড়া সহসভাপতি হিসেবে আছেন আব্দুল খালেক হাওলাদার, জাকারিয়া মঞ্জুর, আলী আকবর চুন্নু, ইউসুফ বিন জলিল কালু, মোনায়েম মুন্না, গোলাম রাব্বানী, তরিকুল ইসলাম বনি, আব্দুল বাতেন শামীম, মো. রবিউল আউয়াল লাভলু, অ্যাডভোকেট আবু সেলিম চৌধুরী, ইকবাল রশিদ অপু, শহীদ উল্লাহ তালুকদার, অ্যাডভোকেট মাহফুজুর রহমান ফরহাদ, এস এম জাহাঙ্গীর হোসেন, রফিকুল আলম মজনু, রুহুল আমিন আকিল, জাকির হোসেন সিদ্দিকী, কাজী আজিজুল হাকিম আরজু, জাকির হোসেন নান্নু, অ্যাডভোকেট বেলাল হোসেন ভূঁইয়া লাভলু, মজিবুর রহমান (ঢাকা বিভাগ), মোসারফ হাসেন দিপ্তী (চট্টগ্রাম বিভাগ), মোসাব্বির হোসেন সঞ্জু (রাজশাহী বিভাগ), মাহবুব হাসান পিয়ারু (খুলনা বিভাগ), আক্তারুজ্জামান শামীম (বরিশাল বিভাগ), আনসার উদ্দিন (সিলেট বিভাগ), মহেবুল্লাহ আবু নুর (রংপুর বিভাগ), আশিকুর রহমান ওয়াসিম (কুমিল্লা বিভাগ), খন্দকার মুসুদুল হক মাসুদ (ময়মনসিংহ বিভাগ), মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু (ফরিদপুর বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আহমেদ মিলন, নুরুল ইসলাম খান মাসুদ, আলী আশরাফ, অ্যাডভোকেট গাজী গিয়াস, মো. কামাল উদ্দিন, মাহফুজুর রহমান মিনার, গাজী হাবীব হাসান রিন্টু, আনোয়ার হোসেন আনু, জি এম সবুর কামরুল, গোলাম মোস্তফা সাগর, দীপু সরকার, ইমাম হোসেন, মো. মহসিন মোল্লা, সরোয়ার হোসেন, রেজা পাহলভী মাসুম, হারুনুর রশিদ শিশির, শফিকুল ইসলাম মিল্টন, গোলাম মাওলা শাহীন, শরীফ হোসেন, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আব্দুল জব্বার।

সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মমিন সবুজ, মনোয়ারুল ইসলাম তিতাস, কাজী হাবীবুর রহমান হারুন, রফিকুল ইসলাম রতন, জাহাঙ্গীর আলম দুলাল, মাহফুজুর রহমান মাহফুজ, সামসুর রহমান, আবু সুফিয়ান দুলাল, জি এস বাবুল, অ্যাডভোকেট মাহতাব আলম, আনোয়ারুল হক, গোলাম হাফিজ নাহিন, আতিকুর রহমান আতিক, অ্যাডভোকেট মাজহারুল ইসলাম বাবু, আনোয়ারুল হক রয়েল, কামাল আনোয়ার আহমেদ, মো. জিয়াউর রহমান জিয়া, তরুন দে, মো. শাহ আলম চৌধুরী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মোশারফ হোসেন (ঢাকা বিভাগ), মোহাম্মদ সাহেদ (চট্টগ্রাম বিভাগ), এইচ এম ওবায়দুর রহমান সুইট (রাজশাহী বিভাগ), নুরুজ্জামান লিটন (খুলনা বিভাগ), মনিরুল ইসলাম লিটন (বরিশাল বিভাগ), ইলিয়াস মিয়া (সিলেট বিভাগ), নাজমুল আলম নাজু (রংপুর বিভাগ), মিজানুর রহমান মিজান (কুমিল্লা বিভাগ), রোকনুজ্জামান রোকন (ময়মনসিংহ বিভাগ), মো. সারোয়ার হোসেন (ফরিদপুর বিভাগ)।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান সোহেল, মাহবুবুর রহমান জামান, রিয়াদ হাসান উজ্জল, মাসুমুল হক, আমিনুল ইসলাম আমিন, সাব্বির আহম্মেদ দিপু, ওমর তাহের বাবু, মহসিন আলী লিটন, কফিল উদ্দিন ভুইয়া, মো. কামরুল হাছান তালুকদার, আহসানুল হক রুবেল, মাহবুব হোসেন তুহীন, সোহেল আহমেদ, এমরান হোসেন মানিক, হাসান আল মামুন লিমন, মহসিন হোসেন বিদ্যুৎ (ঢাকা বিভাগ), মঞ্জুরুল আজিম সুমন (চট্টগ্রাম বিভাগ), মোজাদ্দেদ জামানী সুমন (রাজশাহী বিভাগ), শামীম কবির (খুলনা বিভাগ), পারভেজ আকন বিপ্লব (বরিশাল বিভাগ), জাকির হোসেন উজ্জ্বল (সিলেট বিভাগ), মাহফুজ উন নবী ডন(রংপুর বিভাগ), শামীম মোল্লা (কুমিল্লা বিভাগ), খসরুজ্জামান শরীফ (ময়মনসিংহ বিভাগ), আরিফুজ্জামান মোল্লা (ফরিদপুর বিভাগ)।

দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) পদে কামরুজ্জামান দুলাল ও সহ-দপ্তর সম্পাদক হি‌সে‌বে আজিজুর রহমান আজিজ ও নুর উল ইসলাম সোহেল রয়েছেন।

Print Friendly, PDF & Email

Related Posts