টাঙ্গাইলে করোনায় ৩ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৩

আরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার ও একজনের বাড়ি কালিহাতী উপজেলায়। গত ২৪ ঘন্টায় ৭১টি নমুনা পরীক্ষায় জেলায় ২৩জন করোনায় আক্রান্ত হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্তদের মধ্যে দেলদুয়ার উপজেলায় সাতজন, কালিহাতীতে পাঁচজন, ঘাটাইলে দশজন ও গোপালপুরে একজন নিয়ে মোট ২৩জন করোনায় আক্রান্ত।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৫৫ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ্য হয়েছে ৪ হাজার ৩১২ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ করেছে ৯৫ জন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে সর্বমোট ৩৫১জন রোগী ভর্তি হয়। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন। উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে ৬০ জন। বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিউ বেডে ৪জন ও জেনারেল বেডে ১৭জন নিয়ে মোট ২১ জন চিকিৎসাধীন রয়েছে।

 

Print Friendly, PDF & Email

Related Posts