সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে যুবলীগ নেতা আপন

মো. রাসেল হোসেন: সিলেট-সুনামগঞ্জে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আশুলিয়া থানা যুবলীগ নেতা আবুল হোসেন আপন।

সোমবার (২৭ জুন) তিনি সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে বিস্কুট, চিড়া, গুড়, পানির বোতল ও মোমবাতি।

যুবলীগ নেতা আবুল হোসেন আপন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আমি করোনাকালীন সময়েও কর্মহীন পরিবারের পাশে ছিলাম।কর্মহীন অসহায় মানুষের দ্বারেদ্বারে ঘুরে তাদের সহায়তা করেছি এবং খোঁজ খবর নিয়েছি। তারই ধারাবাহিকতায় সিলেটের সুনামগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি।আজ আমি দুই হাজার জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছি।যারা বিত্তবান সবাই মিলে সিলেটের মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলেই আমি মনে করি।সিলেটের সমস্যা আমরা সবাই দেখতে পাচ্ছি। আসুন সবাই সিলেটবাসীর জন্য মানবিক সহায়তার হাত বাড়াই।

এসসয় তার সফর সঙ্গী ছিলেন যুবলীগ নেতা নাজমুল হাজী, দিপু মন্ডল, দিয়া মন্ডল, বাদশা সোহেল, সোহাগ ও ইসমাইল হোসেন ।

Print Friendly, PDF & Email

Related Posts