চট্টগ্রামে খাঁচাবন্দী বিরল প্রজাতির উল্লুক উদ্ধার, দুইজনকে সাজা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে খাঁচাবন্দী একটি বিরল প্রজাতির উল্লুক উদ্ধার করেছে বন বিভাগ।

শনিবার (৮ অক্টোবর) সকালে চুনতি রেঞ্জের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে উল্লুকটি উদ্ধার করা হয়।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ এ ঘটনায় মাজহারুল (৩২) ও মমিন (৩০) দুইজনকে ১ বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন জানান, বিরল প্রজাতির উল্লুকটি পাচার করে নিয়ে যাওয়ার সময় দুজনকে হাতে-নাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বণ্যপ্রাণী পাচারের দায়ে দুই ব্যাক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

রেঞ্জ কর্মকর্তা জানান, উদ্ধারকৃত প্রাণীটির নাম গিবন উল্লুক। এটা মূূলত গাছের মগ ডালে থাকে, ওইখানে ঘুরাফেরা, খাবার আহার বাসস্থান সবকিছুই করে থাকে। প্রাণিটি বিপন্ন প্রজাতির। বাংলাদেশের কয়েকটি বনাঞ্চলে গিবন উল্লুক দেখতে পাওয়া যায়। এরা ফলমূল ও পোকামাকড় খেয়ে জীবনধারণ করে। প্রাণীটি ডুলাহাজারা সাফারি পার্কে পরীক্ষা-নিরিক্ষা শেষে অবমুক্ত করা হবে।

Print Friendly, PDF & Email

Related Posts