গাজীপুর থেকে পঞ্চগড় চলবে স্পেশাল ট্রেন

গৌরাঙ্গ চন্দ্র শীল: পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গাজীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত বিশেষ ট্রেন চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

জয়দেবপুর জংশন স্টেশনে গত ৫ এপ্রিল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মো. শহিদুর রহমান।

রেল কর্মকর্তা বলেন, গাজীপুরে প্রচুর গার্মেন্টস রয়েছে। সেখানে লাখ লাখ শ্রমিক কাজ করে। তাদের কথা বিবেচনায় নিয়ে এবার ঈদে বিশেষ ট্রেন চলাচল করবে। তবে এতে অন্যরাও যাত্রী হতে পারবেন।

তিনি বলেন, ১৮ থেকে ২০ এপ্রিল উত্তরাঞ্চলে যাতায়াতের ২টি স্পেশাল ট্রেন চলাচল করবে। এর মধ্যে ১টি ট্রেন চলবে জয়দেবপুর স্টেশন থেকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেশন পর্যন্ত। এ ট্রেনের টিকেট কাটতে হবে অনলাইনে। ১ম দিন শতকরা ২৫ শতাংশ আসন বিহীন টিকেট বিক্রয় করা হবে স্টেশন থেকে। ১ জন যাত্রী তার এনআইডি দিয়ে সর্বোচ্চ ৪টি টিকেট ক্রয় করতে পারবেন।

ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, কিসমত, ঠাকুরগাঁও রোড, দিনাজপুর, পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর, জয়পুরহাট এবং সান্তাহার স্টেশনে যাত্রাবিরতি করবে।

Print Friendly, PDF & Email

Related Posts