টঙ্গীতে যৌথবাহিনীর অভিযান, ২৭ নারীসহ দেড় শতাধিক আটক

গাজীপুরের টঙ্গীতে বস্তি ও হোটেলে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, নগদ টাকা, মাদক কারবারের সাথে জড়িত ও পতিতা বৃত্তি করার অপরাধে দেড় শতাধিক নারী-পুরুষকে আটক করেছে যৌথবাহিনী ।

রোববার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টায় যৌথবাহিনী এই অভিযানে নামে। এ সময় বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে এবং অন্তত ৭৫ জনকে আটক করা হয়।

সেনাবাহিনী জানায়, সেনাবাহিনী ছাড়াও র‍্যাব ও পুলিশের সমন্বয়ে এই অভিযান চালানো হয়েছে। এতে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছেন।

এ ছাড়া টঙ্গীর ‘জাভান’ হোটেলে রোববার দিবাগত রাত থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত চলা যৌথবাহিনীর অভিযানে নেতৃত্ব দেন রাজধানীর উত্তরা দিয়াবাড়ি সেনা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মো. তাহসিন। হোটেলে অভিযান চালিয়ে ৩ হাজার ৪৯৪ ক্যান বিয়ার, ৫৯৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। এ সময় পতিতা বৃত্তির অপরাধে ২৭ জন নারী, হোটেলটিতে আসা ৩২ জন পুরুষ ও হোটেল পরিচালনায় নিয়োজিত ১৮ জনসহ ৮৪ জনকে আটক করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে মিল্টন ( ৫০) নামে জাবান হোটেলের একজন কর্মচারী ৫ তলার ছাদ থেকে লাফ দিয়ে মারা যান।

লে. কর্নেল মো. তাহসিন জানান, হোটেলটিতে অসামাজিক কার্যকলাপ পরিচালনার অভিযোগ ছিলো। অভিযান চালিয়ে বিয়ার ও মদ জব্দ করা হয়েছে। সেই সঙ্গে পতিতাবৃত্তির অপরাধে নারী-পুরুষ ও হোটেল পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, যৌথ বাহিনীর জাভান হোটেলে অভিযানের সময় ভয়ে পালাতে গিয়ে পাঁচতলা থেকে লাফ দিয়ে একজন মারা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email

Related Posts