মানিকগঞ্জে আটিগ্রাম ইউনিয়নে মির্জানগর এলাকায় মরহুম আব্দুল হামিদ সরকার ( নায়েব সাব) নৈশ ক্রিকেট টুর্নােমন্ট শুরু হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের মানিকগঞ্জ পৌর শাখার আহবায়ক রাজিব হাসান খান। টুর্নামেন্ট উদ্বোধন করেন জিয়া স্মৃতি সংঘের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি শরীফ হোসেন শিবলু।
এ সময় আটিগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা সোরহাব হোসেনের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন এইচ এম সোহেল ফকির, এস এম শফিকুল ইসলাম বাদল, ডা: শহিদুল ফকির সহিদ, নাহিদ হাসান, এ্যাডঃ মোজাম্মেল হক, মাসুদ রানা, শাহিনুর হোসেন, সেলিম মিয়া, বাবুল, নাঈম, লাবিব।
এ সময় আলোচকরা নৈশ ক্রিকেট টুর্মেনান্ট নামের মরহুমের সৃতিচারণ, দেশে গনতন্ত্র পূর্ন বহাল, খেলোয়াড়দের লড়াকু মানসিকতা, ক্রীড়াবিদ মরহুম আরাফাত কোকো’র আত্মজীবনী, মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরোজা খান রিতা’র জনসম্পৃক্ততা এবং বিএনপি ৩১ দফার বিষয়ে আলোচনা করেন।
জেডএইচসি / মানিকগঞ্জ