বরগুনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ইফতেখার শাহীন, বরগুনা : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৭ টায় দলীয় কর্যালয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা, সাবেক সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক। পরে নেতা কর্মীদের সমন্বয়ে দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপর বিকাল ৫ টায় বরগুনার পুরাতন লঞ্চঘাট চত্বরে এই দিবসটির তাৎপর্য সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এজেডএম সালেহ্ ফারুক, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, থানা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাষ্টার, সদর উপজেলা বিএনপির আহবায়ক তালিমুল ইসলাম পলাশ প্রমূখ।

এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। সবশেষে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ণ সূস্থ্যতা কামনায় দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আলোচনা সভার সঞ্চালক হিসেবে ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন।

Print Friendly, PDF & Email

Related Posts