এমএন লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

খাগড়াছড়ি সংবাদদাতা : খাগড়াছড়িতে প্রভাতফেরি ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ (এমএন) লারমার ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকালে জেলা শহরের মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবের সামনে থেকে প্রভাতফেরি করে চেঙ্গি স্কয়ারে গিয়ে এমএন লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এমএন লারমার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংশুমান চাকমা, সাংগঠনিক সম্পাদক সুধাকর চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিকের সাংগঠনিক সম্পাদক অমর চাকমাসহ বিভিন্ন পাহাড়ি সংগঠন ও ব্যক্তি স্মৃতি ভাস্কর্যে গিয়ে পাহাড়ি জাতির অন্যতম এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এমএন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। ১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে নিজের প্রতিষ্ঠিত দলের বিপথগামীদের গুলিতে মৃত্যুবরণ করেন।

Print Friendly, PDF & Email

Related Posts