বিডিমেট্রোনিউজ ডেস্ক॥ ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেছেন, কুলাউড়া-শাহবাজপুর রেললাইন চালু হলে ভারত ও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দুদশের সম্পর্কের আরো উন্নয়ন ঘটবে। ঐতিহাসিক এই রেল পথটি উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোমবার বিকালে কুলাউড়া-শাহবাজপুর রেললাইনের কাজের অগ্রগতি পরিদর্শনকালে কুলাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় হাইকমিশনার বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে কুলাউড়া-শাহবাজপুর ৫২ কি. মি. রেল পথের নির্মাণ কাজ শুরু করা হবে।২০১৯ সালে এর কাজ সমাপ্ত হবে। চলতি বছরের মধ্যে আনুসাঙ্গিক কাজ সম্পন্ন করা হবে।
৬৮০ কোটি টাকা ব্যয়ে ৫২ কি. মি. এ সংযোগ রেলপথ প্রকল্পটি ২০০২ সালে চালু হওয়ার কথা থাকলেও নানা জটিলতায়তা বিলম্বিত হয়েছে।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের আভ্যন্তরীণ বিষয়ক অতিরিক্ত সচিব ড. সুমিত জেরাথ, ভারতীয় রেলওয়ে এডভাইজার দিব্যাঞ্জন রায়, বাংলাদেশের এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার (প্রকল্প পরিচালক) রমজান আলী, বিএআরএসওয়াইএল এর সিনিয়র ম্যানেজার রাধা কৃষ্ণ, টিম লিডার বিনোদ শর্মা, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার, কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহসিনা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ও জুনায়েদ আলম সরকার, কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার হরিপদ সরকার প্রমুখ।