বরগুনায় বিএনপি কার্যালয় নতুনরূপে, মিলাদ ও আলোচনা সভা

ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনা জেলা বিএনপির কার্যালয় নতুনরুপে সংস্কার করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৫ টায় বরগুনার নদী বন্দর চত্বরে এক মিলাদ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মনি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পিপি নুরুল আমিন, সাবেক সহ সভাপতি ফজলুল হক মাষ্টার, সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজবুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন হাসান শাহিন, বিএনপি নেতা বাবুল হাওলাদারসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

পরে জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের উপস্থিতিতে প্রধান অতিথি নুরুল ইসলাম মনি বিএনপির সংস্কারকৃত কার্যালয় উদ্বোধন করেন।

শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পূর্ন সুস্থ্যতা কামনা করে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আলোচনা সভার সঞ্চালক হিসেবে ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান মাহফুজ।

Print Friendly, PDF & Email

Related Posts