বরগুনায় ঘূর্ণিঝড় সিডর উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত

ইফতেখার শাহীন, বরগুনা : ঘূর্ণিঝড় সিডর (১৫ নভেম্বর ২০০৭) উপলক্ষে বরগুনা প্রেসক্লাবের আয়োজনে সদর উপজেলার নলটোনা ইউনিয়নের গর্জনবুনিয়ায় সিডর স্মৃতি স্তম্ভে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় নিহতদের স্মরনে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

বরগুনা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামিম মিঞা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম শফিক উজ্জামান মাহফুজ।

উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান প্রমূখ।

উল্লেখ্য, ২০০৭ সালের ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর বরগুনা জেলায় আঘাত হানে। সিডরে ১৩৪৫ জন মানুষ মৃত্যুবরণ করেন। সিডর স্মুতিস্তম্ভে ১৯টি কবরে ২৯টি মরদেহ দাফন করা হয়েছে। প্রতি বছর বরগুনায় এটি সিডর দিবস হিসেবে পালন করা হয়।

Print Friendly, PDF & Email

Related Posts