‘কবিতা রুখবে ফ্যাসিবাদ’এই শ্লোগান ধারণ করে গত ১৬ নভেম্বর, শনিবার, বিকাল ৪টায়, স্থানীয় কবি নজরুল ইনস্টিটিউটে ‘কুমিল্লা জেলা কবিতা উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক কবি মোহন রায়হান।
কবি ও ছড়াকার বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উৎসবের উদ্বোধন করেন, কবিতা পরিষদের সদস্য সচিব কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা ও কেন্দ্রীয় কমিটির সদস্য কবি আসাদ কাজল।
কবি মোহন রায়হান তার বক্তব্যে, ১৯৮৭ সালে সামরিক স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গড়ে ওঠা ‘জাতীয় কবিতা পরিষদ’-এর জন্ম ইতিহাস এবং বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আওয়ামী ফ্যাসিবাদী কবিদের দ্বারা সংগঠনটি জবরদখল এবং দলীয় অঙ্গসংগঠনে পরিণত করার ঘটনাবলী তুলে ধরে বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জাতীয় কবিতা পরিষদ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। পুনর্গঠিত কবিতা পরিষদ তার প্রতিষ্ঠাকালীন অঙ্গীকার-বৈষম্যহীন, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠায় সব সময় জনগণের সঙ্গে একাত্ম থাকবে। আমরা ভবিষ্যতে দেশে আর কোন স্বৈরশাসন ও ফ্যাসিবাদ দেখতে চাই না।’
কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘শৃংখল মুক্তির জন্য কবিতা’ স্লোগান দিয়ে যে কবিতা পরিষদের জন্ম হয়েছিল, বিগত সরকারের আমলে কিছু ফ্যাসিস্ট কবি সেই কবিতা পরিষদকে শৃঙ্খলিত করে ফেলেছিল। শৃংখল মুক্ত বর্তমান কবিতা পরিষদ সমস্ত শৃঙ্খলের বিরুদ্ধে লড়বে।’
কবি শাহীন রেজা বলেন, স্বৈরাচারমুক্ত স্বদেশে জাতীয় কবিতা পরিষদের অগ্রযাত্রা গণতন্ত্রের অগ্রযাত্রা।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কবি হুমায়ুন কবির জীবন। আরও বক্তব্য রাখেন, ডাক্তার তৃপ্তিষ চন্দ্র ঘোষ, ডাক্তার মিনাল কান্তি ঢালী, অ্যাডভোকেট শহিদুল হক স্বপন, আজাদ সরকার লিটন ও জামাল উদ্দিন দামাল।
কবিতা পাঠ করেন, কবি মামুন কবির চৌধুরী, কবি আব্দুল কাইয়ুম, কবি বিলাস চৌধুরী, কবি আবুল হাসান আজাদ, কবি ঝিনুক দাদু, কবি কাজী নাসিমা সাথী, কবি রোকসানা ইসলাম দুলালী, কবি হানিফ মাহমুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, কবি শিপন হোসেন মানব।
কবি জহিরুল হক দুলালকে সভাপতি এবং কবি হুমায়ুন কবির জীবনকে সাধারণ সম্পাদক করে ২৮ সদস্যের কুমিল্লা জেলা জাতীয় কবিতা পরিষদ গঠন করা হয়।