নবীনগরে অগ্নিকান্ডে কোটি টাকার দোকানপাট পুড়ে ছাই

রুবেল ভূইয়া, নবীনগর প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। শক্রবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রত্যক্ষদর্শী ও বাজারের ব্যবসয়ীরা বলেন, শক্রবার বিকেলে উপজেলা ভূমি অফিসের পশ্চিম পাশে পৌর মার্কেটে প্রথমে আগুন দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। পরে সেই আগুন দ্রুত বাজারে ছড়িয়ে পড়লে, আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের প্রচেষ্টায় প্রায় আধা ঘন্টায় আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এই মার্কেটে একটি অটো গ্যারেজের দোকান রয়েছে, ধারনা করা হচ্ছে সেই অটো গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

নবীনগর ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মোঃ শহিদুল্লাহ জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় আধা ঘন্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে একটি ফার্মেসী, তিন চার টি ডিস্ট্রিভিউটর দোকানসহ কয়েক টি দোকান পুড়ে গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব চৌধুরী জানান, এই মার্কেটের পাশেই উপজেলা ভূমি অফিস রয়েছে, আমাদের মেইন কনসার্ট ছিল পাশের ভূমি অফিস যেন ক্ষতিগ্রস্ত না হয়। ফায়ার সার্ভিসের লোকজন ঝুঁকি নিয়ে কাজটি করেছে। সাথে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আমাদের সাহায্য করেছে, তাই আমরা আগুন নিভাতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তীতে একটি তদন্ত কমিটি গঠন করবো, কি কারণে অগ্নিকান্ড হলো এবং ভবিষ্যতে যেন এরকম না হয় এ বিষয়ে তৎপর হবো সামনে যেন এমন ঘটনা না ঘটে।

Print Friendly, PDF & Email

Related Posts