উত্তরা ক্লাব লিমিটেডের স্বাস্থ্য ও স্পোর্টস নাইট অনুষ্ঠিত

জ ই বুলবুল : স্বাস্থ্যই সকল সুখের মূল। আর আমাদের সেই স্বাস্থ্যকে সুন্দর ও কর্মব্যস্ত জীবনে ভরে রাখতে জিম বা খেলাধুলার কোন বিকল্প নেই।

গত ২৮ নভেম্বর রাতে রাজধানীর অভিজাত ক্লাব উত্তরা ক্লাব লিমিটেডের উদ্যোগে স্বাস্থ্য ও স্পোর্টস নাইটের বর্ণাঢ্য আয়োজন করা করা হয়।

উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও সফল উদ্যোক্তা গাউছ ইউ খান উপস্হিত থেকে সকল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তাগণসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী গাউছ ইউ খান বলেন, আগামীতে স্পোর্টসসহ ক্লাবকে আরো দৃষ্টিনন্দনসহ রাজধানীর সেরা ক্লাবের তালিকায় এটি যেন সুনাম ধরে রাখতে পারে তার জন্য আমার আন্তরিক চেষ্টা অব্যাহত থাকবে।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্লাবের প্রেসিডেন্ট গাউছ ইউ খান ।

Print Friendly, PDF & Email

Related Posts