গানে গানে ঈদের শুভেচ্ছা জানালেন জিৎ (ভিডিও)

বিডিমেট্রোনিউজ ডেস্ক গানে গানে ঈদের শুভেচ্ছা জানালেন কলকাতার চিত্রনায়ক জিৎ গাঙ্গুলি। গোলাপী রঙের পাঞ্জাবি পরে দলীয়ভাবে ঈদের শুভেচ্ছা জানান এই অভিনেতা। তবে বাস্তবে নয়, ফারিয়া-জিৎ অভিনীত ‘বাদশা’ সিনেমার একটি গানে এ দৃশ্য দেখা যায়।

ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার ও একাধিক গান। তারই ধারাবাহিকতায় গতকাল সোমবার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া প্রকাশ করেছে ‘মোবারক ঈদ মোবারক’ শিরোনামের একটি গান।

প্রকাশিত গানে টপ শটে একটি মাজার দেখা যায়। এরপরের দৃশ্যে অনেক মুসলিম কবর জিয়ারত করছেন। অনেকে বুকে বুক মেলাচ্ছেন। তার পরের দৃশ্যে মাথায় টুপি, গায়ে গোলাপী রঙের পাঞ্জাবি পরে হাজির হন জিৎ। একে একে শিশু, নারী, পরস্পরে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে উৎসবমূখর পরিবেশ গড়ে উঠে। পরের দৃশ্যে ক্লোজ শটে জিৎ গাইতে থাকেন ‘মোবারক ঈদ মোবারক’ গানটি।

সিনেমাটি পরিচালনা করেছেন যাদব ও আব্দুল আজিজ।  এর চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। সংগীত পরিচালনা করেছেন  কলকাতার জিৎ গাঙ্গুলী ও বাংলাদেশের ইমন সাহা। এতে জিৎ-ফারিয়া ছাড়াও আরো অভিনয় করেছেন, চিত্রনায়ক ফেরদৌস, শ্রদ্ধা দাস প্রমুখ।

https://www.youtube.com/watch?v=ubyErpdQAbs

Print Friendly, PDF & Email

Related Posts