দক্ষিণ আমেরিকার বন ও পাহাড় সমৃদ্ধ দেশ গায়ানায় অনুষ্ঠিত গ্লোবাল সুপার লিগে প্রথম শিরোপা জিতল রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্সের ফাইনালে অংশগ্রহণ নিয়ে ছিল অনিশ্চয়তা। জাতীয় দলের তিন ক্রিকেটারের ডাক পড়েছিল হুট করে। এর আগে প্রথম দুই ম্যাচ হেরে ফাইনাল ওঠা নিয়েও ছিল সংশয়। তৃতীয় ও চতুর্থ ম্যাচে টানা দুই জয় এবং রান রেটের ম্যাড়প্যাচে রংপুর ফাইনালে উঠে চমকে দেয়। সব জটিলতা কাটিয়ে আজ শনিবার সকালে ফাইনাল নেমে তারাই হয় গ্লোবাল সুপার লিগের প্রথম চ্যাম্পিয়ন।
অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়াকে ৫৬ রানের বিশাল ব্যবধানে হারিয়ে গ্লোবাল সুপার লিগে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের শিরোপা জিতেছে রংপুর। গায়ানায় টস জিতে ব্যাটিংয়ে নেমে রংপুর ৩ উইকেটে ১৭৮ রান করে। জবাব দিতে নেমে ভিক্টোরিয়া ১২২ রানে গুটিয়ে যায়।
রংপুরের জয়ের নায়ক সৌম্য সরকার। ৫৪ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার। ৭টি চার ও ৫টি ছক্কায় ১৫৯.২৫ স্ট্রাইক রেটে সাজান ইনিংসটি। সঙ্গে আরো একটি বড় পুরস্কারও পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার। ১৮৮ রান করে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হয়েছেন।
আরেক ওপেনার স্টেভন টেলরও আগ্রাসন দেখিয়েছেন। ৪টি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৬৮ রান করেন। দুই ওপেনার শুরুতে ১৪ ওভারে ১২৪ রান করেন। মনে হচ্ছিল তাদের রান দুইশ পেরিয়ে যাবে। কিন্তু শেষ দিকে রানের গতি কিছুটা কমে আসায় তা হয়নি। তবে জয়ের পুঁজি তারা পেয়ে যায়। সৌম্য ইনিংসের শেষ পর্যন্ত টিকে ছিলেন। সাইফ হাসান তিনে নেমে ৬ রান করেন। এছাড়া ওয়েন ম্যাডসেন ১০ ও সোহানের ব্যাট থেকে আসে ২ রান।
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে জবাব দিতে পারেনি ভিক্টোরিয়া। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে তারা। ওপেনারা জো ক্লার্ক কেবল ছিলেন ব্যতিক্রম। ২২ বলে ৪০ রান করেন ৭ বাউন্ডারিতে। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে।
বোলিংয়ে আলো ছড়িয়েছেন বাংলাদেশিরা। তিন স্পিনা-, মেহেদী হাসান, সাইফ হাসান ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন। আরেক স্পিনার হারমীত সিং ছিলেন দলের সেরা। ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নেন তিনি। পেসার কামরুল ইসলাম পেয়েছেন ১ উইকেট।