ন‌ওরোজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবে শোক সভা

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাংবাদিক ন‌ওরোজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বাদ মাগরিব ক্লাব মিলনায়তনে শোক সভা অনুষ্ছিত হয়। প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসম আফজল আলী, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সহিদ, জনতার দলিল সম্পাদক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, সাবেক পৌর কাউন্সিলর জিতু আহমেদ মাখন, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ আজিজুর রহমান সয়ফুর, সাবেক সাধারণ সম্পাদক হারুন সাঁই, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সাংবাদিক হামিদুল হক বুলবুল, এডভোকেট দেলোয়ার ফারুক তালুকদার শাহজাহান, মোহাম্মদ সফিক, শাহ মোস্তফা কামাল, জিয়াউল হক চৌধুরী শাকিম, শামীম আহমেদ নাসির, কামাল আহমেদ, কামরুল ইসলাম তালুকদার, ইনজামামুল হক নাঈম, আব্দুস শহিদ, এসআর শাহিন, আল আমিন, জুসেফ হাবিব, মিজানুর রহমান মিজান প্রমুখ।

শোক সভা শেষে দোয়া পরিচালনা করেন সাংবাদিক মাওলানা আব্দুল কাদির।

Print Friendly, PDF & Email

Related Posts