‘উত্তরা ক্লাবের’ বর্ণাঢ্য মিউজিক-মেজবান

জ ই বুলবুল : রাজধানীর অভিজাত ক্লাব উত্তরা ক্লাবের ইউসিএল টেনিস কোট মিলনায়তনে সম্পন্ন হলো বর্ণাঢ্য সঙ্গীত, মেজবান, শীতের পিঠা ও বিভিন্ন রকমের স্ন্যাকসের পসরার জমজমাট আয়োজনের অনুষ্ঠান।

বৃহস্পতিবার রাতে ‘উত্তরা ক্লাব’ লিমিটেডের সফল প্রেসিডেন্ট গাউস ইউ খানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও সফল উদ্যোক্তা গাউছ ইউ খান উপস্থিত থেকে সদস্যদের বরণ করে সকল কার্যক্রম পরিচালনা করেন। অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তাসহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মনোগ্ধকর সংগীত পরিবেশন করেন – এতে জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান, সাফি মন্ডল, ফজলুর রহমান বাবু, লুইসা।

মঞ্চে এ সময় ক্লাবের প্রেসিডেন্ট প্রার্থী গাউছ ইউ খান বলেন, ক্লাবের ধারাবাহিক কাজ অব্যাহত রাখতে চাই। আগামীতে ক্লাবকে আরো দৃষ্টিনন্দনসহ রাজধানীর সেরা চ্যারিটেবল ক্লাবের তালিকায় ধরে রাখতে আমরা বদ্ধপরিকর। তার জন্য আমাদের সকলকেই আন্তরিক চেষ্টা অব্যাহত রাখতে হবে। সবার ভালোবাসা ও সমর্থন আমাকে আবারো কাজে তরান্বিত করতে সাহায্য করবে।

Print Friendly, PDF & Email

Related Posts