বিজয় দিবসে চাঁদপুরে পুরস্কার বিতরনী

বিজয় দিবস উপলক্ষে চাঁদপুরের কচুয়া শেখ মুজিবুর রহমান ডিগ্রী কলেজে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর)  দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নাজমুন নাহার বেবী। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শাহজালাল প্রধান, উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-সহকারী রেজিস্টার মো: শাহআলম বিপু, গোহাট দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার। 

বিজয় দিবস উপলক্ষে টিচার্স বনাম স্টুডেন্ট ক্রিকেট ম্যাচ,চেয়ার বদল খেলা, মার্বেল ভারসাম্য দৌড়, চোখ বেঁধে হাড়িভাঙ্গা খেলা, ধীরগতিতে সাইকেল চালানো  এবং দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসব প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিরা পুরষ্কার তুলে দেন। 

জেডএইচসি /চাঁদপুর

Print Friendly, PDF & Email

Related Posts