মোকাম্মেল হক মিলন : ভোলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসের শুরুতে জেলা প্রশাসন কর্তৃক তোপধ্বনির মধ্যে দিয়ে আর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিনটি শুরু হয় এবং জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও পুলিশ সুপার মোঃ শরিফুল হক এবং প্রেস ক্লাবের সমন্বয়ক আলহাজ্ব শওকাত হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শহীদ স্মৃতিসৌধে পুষ্প স্তবক অর্পণ করেন।
দিনটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি কুচকাওয়াজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এছাড়া আগামী প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বাংলাবাজার ফাতেমা খানম কলেজ, আলতাজের রহমান কলেজ, ভোলা সরকারি কলেজ ও শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ এবং শিশু শিক্ষা প্রতিষ্ঠান আল ইহসান একাডেমিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন দিবসটি উদযাপন করে।