সাজা পরোয়ানাভুক্তসহ ৩ আসামী গ্রেপ্তার

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে সাজা পরোয়ানাভুক্ত ১ জন, চাঁদাবাজি মামলায় ১জনসহ ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুরাবই গ্রামের মোঃ খাইরুজ্জামান সুহেল, জুনাইদ ওরফে জুনেদ মিয়া ও নিশাপট গ্রামের মোঃ আলাউদ্দিন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধায় এসব তথ্য নিশ্চিত করে থানার ওসি দিলীপ কান্ত নাথ জানান, আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এর আগে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রেজাউল হক খানের সার্বিক তত্ত্বাবধানে ও হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল হক মুন্সির দিকনির্দেশনায় ওসি দিলীপ কান্ত নাথের নেতৃত্বে এসআই জহুরুল ইসলাম, এএসআই তাজুল ইসলাম, এএসআই জাকির হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন।

এ অভিযানে সুরাবই ও নিশাপট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার হয়।

এমএমসি/এইচ

Print Friendly, PDF & Email

Related Posts