রাজধানীর অভিজাত উত্তরা ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট প্রার্থী গাউস ইউ খান এর উদ্যোগে বৃহস্পতিবার (১৯ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত ইউনিএল টেনিস কোট মিলনায়তনে বর্ণাঢ্য গ্রান্ড মিউজিকাল নাইট ও শীতের পিঠা উৎসব, বিভিন্ন রকমের স্ন্যাকসসহ নৈশভোজের আয়োজন করা করা হয়।
উত্তরা ক্লাবের সফল প্রেসিডেন্ট বিশিষ্ট শিল্পপতি ও উদ্যোক্তা গাউছ ইউ খান উপস্হিত থেকে সম্মানিত সদস্যদের বরণ করে সকল কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ক্লাবের কার্যকরী কমিটির কর্মকর্তাগণসহ সকল সদস্য বৃন্দের পরিবারবর্গকে বরণ করে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
গাউছ ইউ খান বলেন, নানা বিনোদন কিংবা সাংস্কৃতিক পরিমণ্ডলের সদস্যদের ভরপুর করে আগামীতে এই ক্লাবকে আরো দৃষ্টিনন্দন করে রাখতে, রাজধানীর সেরা ক্লাবের তালিকায় ধরে রাখতে- ক্লাবের উন্নয়নের ধারাবাহিকতায় অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে চাই। এর জন্য সকলকে পাশে থেকে আন্তরিক সমর্থন করতে বিনীত অনুরোধ করেন তিনি।
ক্লাবের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও নৈশভোজে অভিভূত হয়ে ক্লাবের প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
পরে দেশের জনপ্রিয় শীর্ষ সঙ্গীত শিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান রুনা লায়লা, রিজিয়া পারভীন মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন।
উল্লেখ্য, ২৫ ডিসেম্বর উত্তরা ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে জমজমাট হয়ে উঠেছে ক্লাব প্রাঙ্গণ। জয়ের বিষয়ে এবারো শতভাগ আশাবাদী বর্তমান সফল প্রেসিডেন্ট গাউস ইউ খান।
জ ই বুলবুল/ঢাকা