আমিরাত দূতাবাসের মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ

বিডিমেট্রোনিউজ পবিত্র রমজান উপলক্ষে  প্রতি বছরের মতো এবারও বাংলাদেশের দরিদ্র, ইয়াতিম ও সাধারণ রোযাদারদের মাঝে মাসব্যপী ব্যাপক ইফতার ও খেজুর বিতরণ কর্মসূচী বাস্তবায়ন করেছে ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দুতাবাস।

ইউএই রেড ক্রিসেন্ট ও খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ‍এই কর্মসূচী বাস্তবায়ন কর‍া হয়।

12222

এই কর্মসূচীর অংশ হিসেবে ঢাকা, টাংগাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কুমিল্লা, সিলেট, বি-বাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুণা, পটুয়াখালী, গোপালগঞ্জ, যশোর, খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নাটোর, জামালপুর ও লালমনিরহাটের প্রায় ২০ হাজার রোযাদারকে উন্নত মানের বিরিয়ানীর প্যাকেট ও ফলের জুস দিয়ে ইফতারীর ব্যবস্থা করা হয়।

এছাড়া দরিদ্র পরিবারের সেহরী ও ইফতারের সুব্যবস্থার জন্য তাদের মাঝে চাল, ডাল, তেল, লবন, চিনি, খেজুর, আলু ইত্যাদি খাদ্যসামগ্রী সম্বলিত দেড় হাজারেরও বেশি প্যাকেট বিতরণ করা হয়।

একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলে খলিফা বিন যায়েদ আল-নাহিয়ান ফাউন্ডেশন ও আমিরাত রেড ক্রিসেন্টের দেয়া প্রচুর পরিমানে প্যাকেটজাত খেজুর এবং ইয়াতিম ও দুস্থদের মাঝে যাকাতের অর্থে চাল বিতরণ করা হয়।

এ ছাড়া পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে ঈদের পোশাক বিতরন করা হয়।

ভাতৃপ্রতিম মসুলিম দেশ সংযুক্ত আরব আমিরাতের মহানুভব আমীর খলিফা বিন যায়েদ আল-নাহিয়ানের এই বদান্যতার জন্য বাংলাদেশের রোজাদারগণ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মোনাজাত করেছেন।

Print Friendly, PDF & Email

Related Posts