বিডিমেট্রোনিউজ ॥ কিশোরগঞ্জের সোলাকিয়ায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে মুসল্লীদের যাতায়াতের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ঈদের দিনে ২ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে।
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, ঈদের দিন সকাল ৬টায় ভৈরববাজার থেকে সোলাকিয়া এক্সপ্রেস ট্রেন ছেড়ে সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি ঈদের নামাজ শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে দুপুর ২টায় ভৈরববাজার পৌঁছাবে।
তিনি জানান, ময়মনসিংহ থেকে সকাল ৫টা ৪৫ মিনিটে অপর সোলাকিয়া এক্সপ্রেস নামে অপর একটি ট্রেন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এবং সকাল ৮টায় কিশোরগঞ্জ পৌঁছাবে। ট্রেনটি দুপুর ১২টায় কিশোরগঞ্জ ছেড়ে বিকেল ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
ট্রেন ২টি যাত্রা পথে সকল স্টেশনে থামবে।