বিডি মেট্রো নিউজ ।। ‘তৃণমূল বিএনপি’ নামে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিলেন সাবেক মন্ত্রী নাজমুল হুদা। বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ‘ব্যর্থ দলে’ পরিণত হয়েছে। শুক্রবার ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলন করে নতুন দল গঠনের এই ঘোষণা দেন বিএনপির সাবেক নেতা হুদা।
তিনি বলেন, “বিএনপির নেতৃত্বে অরাজনৈতিক ব্যক্তিদের প্রভাব, সিদ্ধান্তহীনতা, দ্বিধা-দ্বন্দ্ব, বিভিন্ন পর্যায়ের নির্বাচিত কমিটি গঠনে ব্যর্থতার কারণে দলটি আজ মুখ থুবড়ে পড়েছে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন এই দলটি ব্যর্থ হয়েছে এবং এর জন্য আমি সরাসরি শীর্ষ নেতৃত্বকে দায়ী করছি।”
বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে প্রথমে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ এবং পরে বাংলাদেশ মানবাধিকার পার্টি- বিএমপি নামে নতুন দল গড়েছিলেন নাজমুল হুদা। দশ মাস আগে ৩০ দল নিয়ে ‘বাংলাদেশ জাতীয় জোট’ নামে নতুন একটি মোর্চা গঠনেরও ঘোষণা দিয়েছিলেন তিনি।
সংবাদ সম্মেলনে হুদা বলেন, “আমি মনে করছি, নেতা-নেত্রীর কারণে কোটি কোটি মানুষের সমর্থনপুষ্ট বিএনপিকে নিশ্চিহ্ন হতে দেয়া যাবে না। বিএনপির যাত্রা নতুন করে শুরু করতে হবে নতুন নামে। এই লক্ষ্যে তৃনমূল বিএনপির যাত্রা শুরু করলাম।”
হোটেল ওয়েস্টিনে তার এই সংবাদ সম্মেলনে নতুন দলের জনা চল্লিশেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তারা আগে কোন দল বা সংগঠনে ছিলেন, তা জানানো হয়নি। মঞ্চে নাজমুল হুদার পাশে ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একাংশের চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদ, যিনি এইচ এম এরশাদের সরকারে ধর্মমন্ত্রী ছিলেন।
এ ছাড়া লেবার পার্টির একাংশের চেয়ারম্যান সেকান্দর আলী মনি, গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী ও বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান মো. জামাল উদ্দিনও মঞ্চে ছিলেন। এর মধ্যে এলডিপি ও লেবার পার্টির আরেক অংশ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সঙ্গে রয়েছে।
রাশিয়া দূতাবাসের দ্বিতীয় সচিব ক্রিস্টিনা বয়কোকেও সংবাদ সম্মেলনে দেখা যায়। মঞ্চের পেছনে ব্যানারে দেখা যায় ‘তৃনমূল বিএনপি’র লাল সবুজ পতাকা।