এস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের শ্রেষ্ঠত্ব

বিডি মেট্রো নিউজ ।। একাদশ এশিয়ান-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের ক্ষুদে জ্যোতির্বিজ্ঞানী মোঃ মাহমুদুন্নবী ও ফাইরুজ ইশরাক সেরা ফলাফল অর্জন করে সাফল্যের স্বাক্ষর রেখেছেন। আর সেরা তত্ত্বীয়ের পুরস্কার পাওয়ার গৌরব অর্জন করেন কাজাকিস্থানের আগিশেভ দামীর।

২১ নভেম্বর ঢাকার আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে একাদশ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এস্ট্রোনমি অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিঃ আলেকজান্ডার এ নিকোলাভ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান, ইন্টারন্যাশনাল এস্ট্রোনমি অলিম্পিয়াডের চেয়ারম্যান ড. এম জি গেবরিলোভ, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের মহাপরিচালক  স্বপন কুমার রায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম, ঢাকাস্থ রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মিঃ আলেকজান্ডার পি ডেমিন ও বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের চেয়ারম্যান  মাশহুরুল আমিন।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে অলিম্পিয়াডে অংশগ্রহণকারী  বাংলাদেশের ৩ জন, কাজাকিস্থানের ৪ জন, শ্রীলংকার ৩জন ও রাশিয়ার ১জনকে ডিপ্লোমা সনদ প্রদান করা হয়।

বাংলাদেশ এস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং রাশিয়ান ফেডারেশনের বাংলাদেশ দূতাবাসের সাংস্কৃতিক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ এস্ট্রোনমি অলিম্পিয়াড নভেম্বর মাসের ১৩ তারিখ শুরু হয়।

এ অলিম্পিয়াডে রাশিয়া, কাজাকিস্তান, শ্রীলন্কা ও বাংলাদেশের মোট আটটি দল অংশগ্রহণ করে।  জ্যোতির্বিজ্ঞান নিয়েই এই প্রতিযোগিতা। অলিম্পিয়াডে গুরুত্বপূর্ন যে বিষয়গুলো ছিল তা হলো মহাশূন্য পর্যবেক্ষণ, আকাশের তারাদের অবস্থান নির্ণয়, তাদের নাম জানা, তাদের চিহ্নিত করা। হাতে কলমে কিছু ব্যবহারিক কাজের পাশাপাশি ছিল কিছুটা পড়াশুনা ও ঐতিহাসিক গুরুত্বপূর্ন স্থান ও স্থাপনাসমূহ পরিদর্শন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খান বলেন,  মহাকাশের রহস্য উদঘাটনে এ ধরনের অলিম্পিয়াডের আয়োজন খুবই গুরুত্বপূর্ন এবং এ ধরনের আয়োজনে সম্পৃক্ত হতে পেরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি গৌরবান্বিত ।

সূত্র : আনোয়ার হাবিব কাজল

 

Print Friendly, PDF & Email

Related Posts