বিডি মেট্রোনিউজ ।। বিপিএলের তৃতীয় আসরে তৃতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হয়েছে সিলেট সুপার স্টারস। টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে চিটাগং। ১৮১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই দারুণ এক কীর্তি করে বসেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান দিলশান মুনাবীরা। আরেক লঙ্কান খেলোয়াড় তিলকারত্নে দিলশানের করা ওভারের ছয় বলে ছয়টি চার হাঁকান তিনি।
দ্বিতীয় ওভারের প্রথম বলটি লেগ স্ট্যাম্প লাইনে দেন দিলশান। বলটিকে স্কয়ার লেগ দিয়ে ফ্লিক করে চারে পরিণত করেন দিলশান মুনাবীরা।
দ্বিতীয় বলটি কিছুটা খাটো লেন্থের দেন। এই বলটি ফাইন লেগ দিয়ে লফটেড শট খেলে বাউন্ডারি পার করেন মুনাবীরা। তৃতীয় বলে বেশ খানিকটা এগিয়ে এসে লং অফ দিয়ে চার মারেন।
চতুর্থ বলে মিড উইকেট দিয়ে স্লোগ সুইপ শট খেলেন। বলটি ঠিকমতো ব্যাটে লাগেনি। ফলে আউট হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়। কিন্তু চিটাগং ভাইকিংসের খেলোয়াড় বলটি লুফে নিতে ব্যর্থ হন।
পঞ্চম বলেও সুইপ শট খেলে বাউন্ডারি পান মুনাবীরা। শেষ বলটি ফুলটস দেন দিলশান। লং অফ দিয়ে মাটি কামড়ে বলটিকে বাউন্ডারির দড়ি পার করান মুনাবীরা।এর মধ্য দিয়ে বিপিএলের তৃতীয় আসরে প্রথম কোনো ওভারের ৬ বলে ৬টি চার হাঁকানোর রেকর্ড হয়।