‘সেলিব্রেটিং লাইফ’ আলোকচিত্র প্রদর্শনী শুরু

বিডি মেট্রোনিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ।।  ডেইলি স্টারের উদ্যোগে অনুষ্ঠিত ‘সেলিব্রেটিং লাইফ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীদের আলোকচিত্র নিয়ে ‘সেলিব্রেটিং লাইফ’ শীর্ষক  আলোকচিত্র প্রদর্শনী ২৯ নভেম্বর সকাল ১০ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের কড়িডোরে শুরু হয়েছে।

এই প্রতিযোগিতায় পঙ্কজ শিকদার ১ম, নূর আহমেদ জিলাল ২য় এবং শেখ মহির উদ্দিন ৩য় স্থান অধিকার করেন।

তাদের আলোকচিত্র নিয়ে জাবি ছাত্র-শিক্ষক কেন্দ্র এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী উদ্বোধন করেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক  ড. সৈয়দ মোহম্মদ কামরুল আহছান।

তিনি উদ্বোধনী ভাষণে বলেন, ডেইলি স্টারের এই উদ্যোগ আমাদের মনে মানুষের বহুবর্ণিল জীবনকে উপলব্ধি করার চেতনা জাগাবে। তিনি প্রদর্শিত আলোকচিত্রগুলোকে শিল্পিত মননের বহি:প্রকাশ বলে বর্ণনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. খবির উদ্দিন, উপ-পরিচালক আশরাফ আহমেদ, জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. আবদুস সালাম মিঞা এবং ডেইলী স্টার শোবিজ ও পাক্ষিক  আনন্দধারার সম্পাদক রাফি হোসেন। প্রদর্শনী ৩দিন চলবে।

Print Friendly, PDF & Email

Related Posts