আঠারোতেই চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট

মেট্রো নিউজ : অন্যরা যে বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হতে ওই কোর্সে ভর্তি হন, সে বয়সেই ডিগ্রিলাভ করে রেকর্ড গড়লেন বছর আঠারোর ভারতীয় রামকুমার রমন। সংযুক্ত আরব আমিরাতের রমনকে বিশ্বের সর্বকনিষ্ঠ চার্টার্ড অ্যাকাউনট্যান্ট হিসাবে স্বীকৃতি দিয়েছে দুবাইয়ের এক শিক্ষা প্রতিষ্ঠান।

অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্টস (এসিসিএ)-র পরমর্শদাতা হ্যারিয়ট ফিটজেরাল্ডের দাবি, ইন্ডিয়ান হাই স্কুল-এর পড়ুয়া রমনই এই অনন্য রেকর্ডের অধিকারী। সংস্থার তরফে জানা গিয়েছে, তিন বছরের ওই কোর্সটির তিনটি ভাগ রয়েছে। ১৪ পেপারে কোর্সে নলেজ মডিউল, স্কিলস মডিউল এবং প্রফেশনাল মডিউল পড়ানো হয়।

এই কীর্তিতে স্বাভাবিক ভাবেই সংবাদ শিরোনামে উঠে এসেছেন দ্বাদশ শ্রেণিতে ৮৭ শতাংশ নম্বর পাওয়া রমন। তিনি বলেন, “গত ২০১২-র সেপ্টেম্বরের সিএ পরীক্ষার জন্য কোটিং শুরু করেছিলাম। আর এ বছরের জুনে ফাইনাল পরীক্ষা দিয়েছি।”

 

Print Friendly, PDF & Email

Related Posts