ধোয়া যাবে মোবাইল (ভিডিও)

বিডি মেট্রোনিউজ ডেস্ক ।। পানি দিয়ে ধোয়া যাবে মোবাইল। তাই এখন আর মোবাইল যা পানিতে পড়ে গেলে চিন্তা তো নেই-ই, বরং সাবান দিয়ে কচলে ধোয়াও যাবে ফোন! এমন ফোন তৈরির অসাধ্য সাধন করল জাপানের মোবাইল প্রস্তুতকারক সংস্থা ‘কিওসেরা’।

বিশ্বের প্রথম এই ওয়াশেবল ফোনের নাম ‘রেফরি’। ফোনে রয়েছে স্ক্রাচ-হিলিং ফিনিশ, স্মার্ট সনিক রিসিভার। নোংরা হয়ে গেলে হাত ধোয়ার সাবান দিয়ে দিব্যি ধুয়ে নেওয়া যাবে মোবাইল।

কিওসেরা জানাচ্ছে, রান্নাঘর, বাথরুম, রাস্তা যে কোনও জায়গায় ব্যবহার করা যাবে এই মোবাইল। ভিজে গেলেও কাজ করবে ফোনের টাচ স্ক্রিন।

অ্যান্ড্রয়েড ৫.১ সফটওয়্যারে চালিত ফোনে রয়েছে পাঁচ ইঞ্চি ৭২০ পিক্সেল ডিসপ্লে, ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ৩০০০ এমএএইচ ব্যাটারি। ৪৬৫ মার্কিন ডলারে পাওয়া যাচ্ছে এই ফোন।

ভিডিও লিঙ্ক :

Print Friendly, PDF & Email

Related Posts