বিমানের ৭জন টেরোরিজম ইউনিটে, ২জন কারাগারে

বিডিমেট্রোনিউজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ইঞ্জিনে অয়েল (লুব্রিকেন্ট) সিস্টেমে নাট-বোল্ট খোলা থাকার ঘটনায় বাংলাদেশ বিমানের প্রকৌশল কর্মকর্তা এসএম রোকনুজ্জামান ও টেকনিশিয়ান সিদ্দিকুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে আত্মসমর্পণ করে তারা জামিন আবেদন করলে ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী এ নির্দেশ দেন।

এর আগে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘এ মামলায় আমরা সাতজনকে গ্রেফতার করেছি। তারা কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে আছেন। পরে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

গ্রেফতারকৃতরা হলেন, বাংলাদেশ বিমানের প্রধান প্রকৌশলী (প্রোডাকশন) দেবেশ চৌধুরী, প্রধান প্রকৌশলী (কোয়ালিটি অ্যাসিউরেন্স) এসএ সিদ্দিক, প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার (মেইনটেন্যান্স অ্যান্ড সিস্টেম কন্ট্রোল) বিল্লাল হোসেন, প্রকৌশল কর্মকর্তা সামিউল হক, লুৎফর রহমান, মিলন চন্দ্র বিশ্বাস ও জাকির হোসাইন।

Print Friendly, PDF & Email

Related Posts