আলমগীর হোসেন, সিলেট : প্রবাসী কবি ও ছড়াকার বদরুজ্জামান জামান এর ৩য় গ্রন্থ ও ১ম ছড়া গ্রন্থ « নানা রঙের ছড়া » এর পাঠোন্মোচন হয়েছে । গতকাল সন্ধ্যায় ‘নাগরী প্রকাশ’সিলেটে এ অনুষ্ঠান সম্পন্ন হয় ।
অমর একুশে গ্রন্থমেলা–২০১৭ উপলক্ষে প্রকাশিত « নানা রঙের ছড়া » গ্রন্থ থেকে ছড়া পাঠে অংশ নেন– ছড়া শিল্পী মিলু কাশেম , কবি ও ছড়াকার জাফর ওবায়েদ , কবি আবিদ ফায়সাল , কবি বজলুর রহমান বাবুল , ছড়াকার মনজুর মোহাম্মদ , কবি সাংবাদিক আলমগীর হোসেন , ছড়াকার সৈয়দ মুক্তদা হামিদ , প্রকাশক কবি সুফি সুফিয়ান , কবি ও শিশু সাহিত্যিক খালেদ উদ–দিন , শিশু সাহিত্যিক জসিম আল ফাহিম প্রমূখ ।
সমসাময়িক বিভিন্ন বিষয় বিশেষ করে ধর্মীয় ভণ্ডামি ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ছন্দবদ্ধ দৃঢ় প্রতিবাদ ফুটে উঠেছে গ্রন্থের ছড়াগুলোতে । প্রতিটি ছড়ায় প্রতিবাদের সাথে অত্যন্ত সচেতন শব্দ চয়নে প্রতিকারের আহবানও ফুটে উঠেছে ।
নাগরী প্রকাশ সিলেট থেকে প্রকাশিত গ্রন্থের দৃষ্টি নন্দন প্রচ্ছদ এঁকেছেন তৌহিন হাসান । ৭২ টি ছড়া সম্বলিত পাঁচ ফর্মার গ্রন্থটির দাম রাখা হয়েছে ১৫০ টাকা ।