বিডি মেট্রোনিউজ ।। নভেম্বর মাসে বাংলাদেশে সাধারণ মূল্যস্ফীতি আরও কিছুটা কমেছে। গত মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ০৫ শতাংশ, যা অক্টোবরে ৬ দশমিক ১৯ শতাংশ ছিল। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেন।
শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এক মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, “সরবরাহ ব্যবস্থায় কোনও সমস্যা না থাকায় সবজিসহ সব ধরনের খাদ্যপণ্যের দাম স্বাভাবিক আছে। এ কারণেই মূল্যস্ফীতি কমেছে। বাজার ব্যবস্থায় অস্বাভাবিক কিছু না হলে এ মূল্যস্ফীতির হার আরও কমে আসতে পারে।”
মন্ত্রী জানান, নভেম্বরে খাদ্য উপখাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৭২ শতাংশ, অক্টোবরে যা ৫ দশমিক ৮৯ শতাংশ ছিল। খাদ্য বহির্ভূত উপখাতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৫৬ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৬৭ শতাংশ।
এদিকে গ্রাম অঞ্চলে নভেম্বরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৬১ শতাংশ। অক্টোবরে এই হার ৫ দশমিক ৮২ শতাংশ ছিল। আর গত মাসে শহরাঞ্চলের মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৮৮ শতাংশ, যা অক্টোবরে ৬ দশমিক ৯১ শতাংশ ছিল।