আলমগীর কবির পলাশ ।। ঝুঁকিতে এনবিআর চেয়ারম্যান ও তার পরিবার। তাই যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল ও যুগান্তর পত্রিকার সাংবাদিক হেলাল উদ্দিনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছে রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার রাজধানীর রমনা মডেল থানায় এনবিআরের দ্বিতীয় সচিব এ এইচ এম আব্দুল করিম এ জিডি (৬২৪) করেন। জিডিতে যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের রাজস্ব অনিয়মের চিত্রও তুলে ধরা হয়।
গণমাধ্যমে পাঠানো এনবিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, ২০০৩ সালের দুটি রিট মামলায় সরকারের পাওনা ১৭৪ কোটি টাকা আদায়ে এনবিআর উদ্যোগ নেয়। এসব মামলায় সরকারের পক্ষে সিদ্ধান্ত এলে সব মিলিয়ে যমুনা গ্রুপকে প্রায় ৬শ’ কোটি টাকার বেশি অর্থ সরকারের কোষাগারে জমা করতে হবে। আর এটি এখন যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুলের গাত্রদাহের অন্যতম কারণ। এতে ভীত হয়ে এনবিআর ও চেয়ারম্যানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিষোদগারে লিপ্ত হয়েছেন।
জিডিতে এ প্রচেষ্টাকে সরকারের বিরুদ্ধে দূরভিসন্ধি হিসেবেও অভিহিত করা হয়। এসব কীর্তিকলাপে প্রতিষ্ঠান প্রধান হিসেবে এনবিআর চেয়ারম্যান, তার পরিবারের সদস্যবৃন্দ ও এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জীবন ও সম্মানহানিরও আশঙ্কার কথা জানানো হয়।