নুরুলের দৃঢ়তায় লড়াইয়ের পুঁজি, বাংলাদেশ ২৩৬/৯

বিডিমেট্রোনিউজ ডেস্ক শেষ ওয়ানডেতে ৯ উইকেটে বাংলাদেশ তুলেছে ২৩৬ রান। এই পুঁজি নিয়ে জিততে হলে বোলিংয়ে অসাধারণ কিছুই করে দেখাতে হবে মাশরাফিদের। এক ম্যাচের বিশ্রাম শেষে দলে ফিরেছেন মুস্তাফিজ। ‘কাটার মাস্টার’ আজ অসাধারণ কিছু করে দেখাতে পারবেন?

 

বিনা উইকেটে ১০২ রান তোলা বাংলাদেশ ১৭৯ রানে ৭ উইকেট হারানোর পর অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল। তবে অভিষেকে ২৪ রান করা নুরুল হাসান দ্বিতীয় ম্যাচে দলের বিপদে খেললেন দৃঢ়তাপূর্ণ ইনিংস। শেষ দিকে তার মূল্যবান ৪৪ রানের সুবাদেই লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ। শেষ ওভারে ম্যাট হেনরিকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৩৯ বলে ৩ চার ও এক ছক্কায় ৪৪ রানের ইনিংসটি সাজান উইকেটকিপার এই ব্যাটসম্যান।

 

সংক্ষিপ্ত স্কোর: ৫০ ওভারে বাংলাদেশ ২৩৬/৯। তাসকিন (১৩ বলে ৪*), মুস্তাফিজ (০ বলে ০*), নুরুল (৩৯ বলে ৪৪), মাশরাফি (১৮ বলে ১৪), তানভীর (১১ বলে ৩), মোসাদ্দেক (১৩ বলে ১১), সাকিব (৩৫ বলে ১৮), তামিম (৮৮ বলে ৫৯), মাহমুদউল্লাহ (৭ বলে ৩), সাব্বির (১৪ বলে ১৯), ইমরুল (৬২ বলে ৬৪)।

 

 

 

Print Friendly

Related Posts