ভোলায় বৃহত জুমার নামায

মোকাম্মেল হক মিলন, ভোলা ভোলায় প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমার নামাযে শরিক হওয়ার জন্য লাখো মানুষের ঢল নামে। সকাল থেকে জুময়ার নামাযের আগ পর্যন্ত ইজতেমা ময়দানে আসতে থাকে ধর্মপ্রাণ সাধারণ মানুষ। যে যেভাবে পেড়েছে ময়দানে এসে অংশগ্রহণ করেছে।

ইজতেমা ময়দানে আগে এসে অংশ নেয়া লোকজন ছাড়াও জুময়ার নামাযে ভোলা সদর, দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ গ্রহণ করেন। ভোলা জেলার ইতিহাসে এই বৃহত্তর জুময়ার নামাযে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করে।

লাখো মানুষ নামাযে অংশ নেয়ায় যানবাহন সঙ্কট ও ভিড়ের কারণে আশ-পাশের বিভিন্ন এলাকার জুমার নামাযে আসা মুসল্লিদের দুর্ভোগ পোহাতে হয়েছে।

আজ শনিবার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে এ ইজতেমা।

Print Friendly, PDF & Email

Related Posts