সেতুটা মাটির দেওয়ালের মতো ধসে পড়ল

বিডিমেট্রোনিউজ ডেস্ক সোমবার সকাল ১০টার কিছু পরের ঘটনা৷ রোজকার মতো রাস্তা দিয়ে ছুটছিল ট্রাক, বাস, টেম্পো৷ আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ল সেতু৷ অনেকেই দেখলেন তিনটি ট্রাক কেমন দেশলাই খোলের মতো ধসের তলায় চলে গেল৷  যশোর-মাগুরা সড়কের অতি গুরুত্বপূর্ণ সীমাখালি সেতু ধসে পড়েছে৷ ব্যস্ততম দিন হলেও প্রাণহানির ঘটনা ঘটেনি৷ যশোর- মাগুরা সড়কটি ঢাকার সঙ্গে অন্যতম যোগসূত্র৷

চোখের সামনে উড়ালপুল ভেঙে পড়তে দেখে হতচকিত হয়ে যান স্থানীয় বাসিন্দারা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেতু ভেঙে পাথর বোঝাই দুটি ট্রাক নদীতে পড়ে গেছে। ব্রিজ ভেঙে যাওয়ায় এ মহাসড়কে যান চলাচল সাময়িক বন্ধ৷ দুর্ঘটনার সময় দুই সাইকেল আরোহীও নিচে পড়ে যান। স্থানীরা এ সময় তাদের উদ্ধার করেন।

সেতু ভেঙে যাওয়ায় যানজটের কবলে অনেকে৷এই দুর্ঘটনায় উঠে এসেছে কলকাতায় ধসে পড়া উড়ালপুলের ঘটনা৷ গতবছর এই দুর্ঘটনা ঘটে৷

Print Friendly, PDF & Email

Related Posts