যদি বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে যান, তবে

বিডি মেট্রোনিউজ ডেস্ক || হয়তো আপনি বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গিয়েছেন। সঙ্গে সঙ্গে শুরু হল টেনশন। প্রথমেই চিকিত্সকের সঙ্গে পরামর্শ করা ভাল। তবে এখানে আপনার জন্য কিছু জরুরি করণীয় :

১-২ দিনের পিল মিস হয়ে গেলে যখন মনে পড়বে তখনই এই তা খেয়ে নিতে হবে।

পরেরগুলো নিয়ম অনুযায়ী খেতে হবে।

ব্যাকআপ বার্থ কন্ট্রোল ব্যবহার করতে হবে।

কম্বিনেশন পিল খাওয়া মিস করলে একটানা সাতদিন বা তার বেশি গেলে গর্ভধারণের সম্ভাবনা থাকে।

৩ দিন থেকে শুরু করে ২১ দিন এর মধ্যে যদি পিল খেতে ভুলে যান তাহলেও মনে পড়ার সঙ্গে সঙ্গে একটা পিল খেয়ে নিতে হবে।

প্রথম দু’সপ্তাহের মধ্যে তিনটে বা তার বেশি পিল মিস করলে সাত দিনের ব্যাক আপ বার্থ কন্ট্রোল দরকার হবে।

মনে রাখুন :

বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গেলে কী করতে হবে তা নিয়ে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভাল।

ওষুধের প্যাকের সঙ্গে যে নির্দেশিকা থাকে সেটা থেকেও আপনি কিছু তথ্য পেতে পারেন।

Print Friendly, PDF & Email

Related Posts